বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • বিনোদন
  • পয়লা বৈশাখে কলকাতায় মুক্তি পেল না ‘চালবাজ’

পয়লা বৈশাখে কলকাতায় মুক্তি পেল না ‘চালবাজ’

পয়লা বৈশাখে কলকাতায় মুক্তি পেল না ‘চালবাজ’

ঢাকা, ১৩ এপ্রিল, এবিনিউজ : অনেকদিন ধরে শোনা যাচ্ছিল, পয়লা বৈশাখে কলকাতায় মুক্তি পাবে শাকিব খান অভিনীত ‘চালবাজ’। মাঝে বাংলাদেশে রফতানি নিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়। এবার নির্ধারিত দিনে মুক্তি পায়নি কলকাতায়ও।

‘চালবাজ’ প্রযোজনা করছে এসকে মুভিজ। ১৩ এপ্রিলকে সামনে রেখে এতদিন প্রচারণা চালিয়েছে প্রতিষ্ঠানটি। জানা গেছে, এক সপ্তাহ পিছিয়ে ২০ এপ্রিল কলকাতায় মুক্তি পাবে সিনেমাটি।

এদিকে সিনেমাটি নিয়ে অনেকদিন ধরে অপেক্ষায় আছেন বাংলাদেশের ভক্তরা। কিন্তু থমকে রয়েছে মুক্তি প্রক্রিয়া।

‘চালবাজ’-এর গল্প এমন, বিয়ে আসর থেকে লন্ডনে প্রেমিকের কাছে পালিয়ে যান শুভশ্রী গাঙ্গুলি। কিন্তু সেখানে গিয়ে দেখেন প্রেমিক একজন প্রতারক। তারপরই ঘটনাচক্রে শাকিব খানের সঙ্গে পরিচয়। এরপর কোনো একটা কারণে মেয়েটিকে শাকিবসহ ভারতে ফিরতে হয়। মোড় ঘুরতে থাকে কাহিনির।পয়লা বৈশাখে কলকাতায় মুক্তি পেল না ‘চালবাজ’

বছরখানেক আগে শোনা যায়, যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে জয়দীপ মুখার্জি পরিচালিত ‘চালবাজ’। কিন্তু ট্রেলার মুক্তির পরপরই জানা যায়, সে সমীকরণ বদলে গেছে অনেকে আগে। ট্রেলারে যৌথ প্রযোজনা উল্লেখ না থাকায় সমালোচনার ঝড় উঠলে ‘চালবাজ’ সংশ্লিষ্ট অনন্য মামুন জানান, শুধু ভারতীয় বিনিয়োগে নির্মিত হয়েছে।

কারণ হিসেবে জানানো হয়, যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি অসঙ্গতি দেখিয়ে চিত্রনাট্যে অনুমোদন দেয়নি। সে খবর গোপন রেখেই সিনেমাটি নির্মিত হয়।

অথচ আগে জানানো হয়, ‘চালবাজ’ পরিচালনা করছেন জয়দীপ মুখার্জি ও অনন্য মামুন। প্রযোজনা করছে এসকে মুভিজ ও অ্যাকশনকাট এন্টারটেইনমেন্ট।

‘চালবাজ’-এ গৌণ চরিত্রে রয়েছেন সুব্রত ও রেবেকার মতো বাংলাদেশের কয়েকজন অভিনয়শিল্পী।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত