![পহেলা বৈশাখের স্মৃতির কথা জানালেন অপু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/14/apu.abnews24_135089.jpg)
ঢাকা, ১৪ এপ্রিল, এবিনিউজ : ব্যক্তিগত জীবনের ঝড়-ঝাপটা সামলে এখন নিজেকে অনেকটাই গুছিয়ে নিয়েছেন ঢালিউডের আলোচিত নায়িকা অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে বিবাহ-বিচ্ছেদ ঘটনায় অনেক কাট-খড় পোড়াতে হয়েছে এ নায়িকাকে।
তবে বর্তমানে বিভিন্ন অনুষ্ঠান কিংবা আয়োজনে ব্যস্ত সময় পার করছেন তিনি। ছেলে জয়কে মানুষ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এ অভিনেত্রী। তাকে লালন-পালন আর পেশাগত কাজ নিয়েই দিন কাটছে তার।
আজ পহেলা বৈশাখ। দিনটি নিশ্চয় দারুণ কাটার কথা অপুরও। যদিও দিনটিতে অনেকটাই স্মৃতি কাতর হয়ে পড়েছেন তিনি।
গণমাধ্যমকে জানালেন পহেলা বৈশাখের স্মৃতির কথা, এটি বাঙালির সর্বজনীন উৎসব। সাংস্কৃতিক ঐতিহ্য পালনের মধ্য দিয়ে বরণ করে নেয়া হয় নতুন বছর। একটা সময় ভাবতাম পহেলা বৈশাখ মানে কালারফুল হবে সব কিছু। সাদা-লাল রঙের পোশাক হবে, ঢাক-ঢোল অবশ্যই থাকতে হবে। বৈশাখের ছোটবেলার স্মৃতি খুব মজার। সে সময়ের একটি ঘটনা আজও খুব মনে পড়ে। জানি সেইদিন আর কখনও ফিরে আসবে না।
আমি তখন চতুর্থ শ্রেণীতে পড়ি। কোনো এক কারণে আমাকে সে বছর বৈশাখে নতুন পোশাক কিনে দেয়া হয়নি। ফলে সকাল থেকেই আমি কান্নাকাটি শুরু করে দিলাম।
ওই বৈশাখে অনেক কেঁদেছিলাম। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বিকেলে কাকা আমাকে একটা জামা কিনে দিলেন। জামাটা এতো সুন্দর যে আমার খুব পছন্দ হয়েছিল! এমনকি পরের বছর পহেলা বৈশাখেও আমি ওই জামা পরেছি।
অপু আরো জানান, সেই আনন্দ আর কখনও ফিরে আসবে না। চলচ্চিত্রে আসার পর বৈশাখী মেলায় যাওয়া হয়নি। এখন দায়িত্ব পালন করতে হয়। প্রিয়জনদেও কিছু না কিছু দিতে হবে। এখন আর পাওয়ার ইচ্ছেটা নেই, তবে দেয়ার ইচ্ছে আছে। গতবার বৈশাখ এলো কিছুটা যুদ্ধ আর অস্বাভাবিক জীবনের মধ্য দিয়ে।
তবে এবার নিশ্চয়ই ভালো কিছু হবে। এটুকু আশা তো করতেই পারি। তাছাড়া আমার ছেলে এখন কিছুটা বড় হয়েছে। সে এখন দাঁড়াতে পারে, হাঁটতে শিখেছে। নতুন জামা পরে হাঁটলে ওকে দেখতে আরো সুন্দর লাগবে। যেদিন থেকে আমার ছেলে পৃথিবীতে এসেছে সেদিন থেকে প্রতিটি উৎসব আমার জন্য আনন্দের।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি