বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • বিনোদন
  • শ্রীদেবীকে জাতীয় পুরস্কার দিতে শেখর কাপুরের আপত্তি

শ্রীদেবীকে জাতীয় পুরস্কার দিতে শেখর কাপুরের আপত্তি

শ্রীদেবীকে জাতীয় পুরস্কার দিতে শেখর কাপুরের আপত্তি

ঢাকা, ১৪ এপ্রিল, এবিনিউজ : শ্রীদেবীর মৃত্যু হয়েছে, তাই তাকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার দেওয়ার প্রয়োজন নেই। এর ফলে, প্রতিভাবান তরুণ অভিনেত্রীদের প্রতি অন্যায় করা হলো। এমনটাই বললেন ভারতীয় চিত্র পরিচালক শেখর কাপুর। তিনি জাতীয় পুরস্কারের জুরি বোর্ডের প্রধানও।

জি নিউজ জানায়, ৬৫তম জাতীয় পুরস্কারের মঞ্চে ‘মম’ ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন সদ্য প্রয়াত শ্রীদেবী। শুক্রবারই ঘোষিত হয়েছে এই পুরস্কার।

এরপরই শেখর বলেন, ‘বিশ্বাস করুন, এই পুরস্কার তার (শ্রীদেবী) সঙ্গে আমার সম্পর্কের জন্য নয়। প্রত্যেকদিন সকালে আমি অন্যান্য জুরিদের বলতাম, দয়া করে অন্য কাউকে নির্বাচিত করুন। কারণ, এক মৃত ব্যক্তিকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার দিলে, দেশের অনেক সম্ভবনাময় অভিনেত্রীর সঙ্গে অন্যায় করা হবে।’

আরো বলেন, ‘কিন্তু, প্রত্যেক দিন নতুন করে ভোটাভুটি করেও আমরা বারবার শ্রীদেবীতে এসেই থামতাম। আমরা আসলে সকলে তার সঙ্গে আবেগের বন্ধনে আবদ্ধ।’শ্রীদেবীকে জাতীয় পুরস্কার দিতে শেখর কাপুরের আপত্তি

এদিকে শেখরের এমন মন্তব্য আপত্তি জানিয়েছেন ‘মম’-এর পরিচালক রবি উদয়াওয়ার।

তিনি বলেন, ‘শ্রীদেবী এই পুরস্কারের যোগ্য। আমি এই খবরটা শুনে অত্যন্ত খুশি হয়েছি, কারণ এটা আমাদের সবার কাজের স্বীকৃতিও বটে। এই মুহূর্তে আমরা সবাই তার অভাব অনুভব করছি প্রবলভাবে।’

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত