![বৈশাখের নাটক নিশো-তিশার ‘এবং মেঘের আকাশ’](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/14/nisho-tisha.abnews24_135104.jpg)
ঢাকা, ১৪ এপ্রিল, এবিনিউজ : বৈশাখের একটি নাটকে জুটি বেঁধেছেন নুসরাত ইমরোজ তিশা ও আফরান নিশো। নাটকটির নাম ‘এবং মেঘের আকাশ’। শামীমা শাম্মীর রচনা ও পরিচালনায় নাটকটিতে আরও অভিনয় করছেন সৈয়দ হাসান ইমাম।
নাটকটিতে দেখা যাবে, মেঘ ছবি আঁকে। আকাশ খুব দুষ্টু এবং মজার একটি ছেলে, সব সময় খুব মজা করতে পছন্দ করে। মজা আর দুষ্টুমি করতে করতেই একদিন মেঘের সঙ্গে আকাশের পরিচয় হয়। আকাশ মেঘকে ভালোবেসে ফেলে। কিন্ত মেঘ আকাশকে ভালোবাসতে ভয় পায়, মেঘের অতীতের কিছু ঘটনার জন্য।
মেঘের দাদু মেঘকে বুঝিয়ে বলে, অতীতকে ভুলে যেতে এবং আকাশকে ভালোবাসতে, মেঘ ভাবছে তার এখন কি করা উচিত! দেখতে হবে নাটকেই। নির্মাতা সূত্রে জানা গেছে, বাংলাভিশনে ১লা বৈশাখ, ১৪ এপ্রিল রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে ‘এবং মেঘের আকাশ’।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি