![পাকিস্তানে অন্তঃসত্ত্বা সংগীতশিল্পীকে গুলি করে হত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/14/samira_135120.jpg)
ঢাকা, ১৪ এপ্রিল, এবিনিউজ : পাকিস্তানে পারিবারিক অনুষ্ঠানে গান গাইতে রাজি না হওয়ায় এক গর্ভবতী নারী সংগীতশিল্পীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সংগীতশিল্পীরা প্রতিবাদ জানিয়েছে।
সিন্ধ প্রদেশের লাড়কানা শহরের কাছে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
তবে এটা নিশ্চিত হওয়া যায়নি যে, কোনো পরিস্থিতিতে ২৮ বছরের সামিরা সিন্ধু এ অন্তঃসত্ত্বা নারীকে হত্যা করা হয়েছে।
একজন জানাচ্ছেন, গান গাওয়ার জন্য না দাঁড়ানোর কারণে তাকে গুলি করা হয়েছে। যদিও ফাঁকা গুলি করার সময় দুর্ঘটনাবশত তার গায়ে লেগে গেছে বলেও দাবি এসেছে।
সামিরার স্বামী আশিক সাম্মু পুলিশের কাছে অভিযোগ করেন, এক ব্যক্তি তাকে গান গাওয়ার জন্য বলে এবং ওঠে দাঁড়াতে বলে। গর্ভাবস্থা নিয়ে গান গাইতে সে যখন রাজি হচ্ছিল না, তখন ওই ব্যক্তি তাকে গুলি করে।
এ ঘটনায় তারিক জাতই নামক একজনকে গ্রেফতার করা হয়েছে।
আদালতের সামনে সাংবাদিকদের তিনি জানান, অনুষ্ঠানে আনন্দ উদযাপনের সময় আকাশের দিকে ফাঁকা গুলি চালানোর সময় দুর্ঘটনাবশত এ ঘটনা ঘটে যায়।
৮ মাসের গর্ভবতী সামিরা সিন্ধ স্থানীয়ভাবে একজন জনপ্রিয় শিল্পী। সিন্ধি লোকঘরানা ও সুফিগানের অন্তত আটটি এলবাম বের হয়েছে তার। তবে নানা ধরনের পারিবারিক অনুষ্ঠানে তিনি বেশিরভাগ গান করে থাকেন।
এবিএন/সাদিক/জসিম