![সুপারস্টার দেব ভক্তদের তোপের মুখে নির্মাতা কৌশিক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/15/dav.abnews24_135186.jpg)
ঢাকা, ১৫ এপ্রিল, এবিনিউজ : সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া একটি পোস্টকে ঘিরে কলকাতার সুপারস্টার নায়ক দেব ভক্তদের তোপের মুখে পড়েছেন জাতীয় পুরস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়। যদিও ওই টুইটের কোথাও তিনি নায়ক দেবের নাম উল্লেখ করেননি, তারপরও টুইটের বিষয়বস্তু পড়ে ভক্তরা ধরেই নিয়েছেন এটি তাদের প্রিয় নায়ককে উদ্দেশ্য করেই দেয়া হয়েছে। কিন্তু কী আছে কৌশিকের সেই টুইটে।
‘বিসর্জন’ ছবির পরিচালক লেখেন, ‘মাঝে মাঝে ভয় হয়, সিনেমা যেন তার আভিজাত অবস্থান ও চরিত্র হারিয়ে না ফেলে। বিপনন জরুরী নিশ্চয়, তবে সিনেমা, গান, চিত্র, লেখা কিন্তু চানাচুর বা চরমুর নয়। ভালো কাজ মানুষ ঠিক চিনে নেয়, দেরী হলেও চেনে। শিল্প ও শিল্পীর মর্যাদা বজায় থাকুক এই কামনা।’
কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই টুইটের পর পরই রণক্ষেত্রের চেহারা নেয় সোশ্যাল মিডিয়া। একের পর এক দেব ভক্তদের বাক্যবাণে বিদ্ধ হন জাতীয় পুরুস্কার প্রাপ্ত পরিচালক কৌশিক। দেবের নাম উল্লেখ না থাকার পরও কেন ক্ষেপে গেলেন দেব ভক্তরা! বিষয়টা অনেকটা, ‘ঠাকুর ঘরে কে? আমি কলা খাইনি’ টাইপের।
১৩ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে মুক্তি পায় দেব অভিনীত ছবি ‘কবীর’। অভিনয়ের পাশাপাশি ছবির প্রযোজকও তিনি। মুক্তি আগে এই ছবির প্রচারে কী করেননি নায়ক ও প্রযোজক দেব। মল রেসকিউ ইভেন্ট থেকে শুরু করে ক্যাশব্যাক ফেসিলিটি- সব সুবিধাই ভক্তদের দিয়েছেন তিনি। দেবের এই প্রচারের জন্যই পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় তাকে বাঁকা কথা শুনিয়েছেন বলে মনে করছেন দেব প্রেমীরা।
পরামর্শ থেকে উপদেশ, ব্যঙ্গ থেকে কটুক্তি কমেন্ট বক্স জুড়ে বয়ে গেছে সমালোচনার ঝড়। অনেকে আবার কাঠগড়ায় দাঁড় করিয়ে ফেলেছেন কৌশিক গাঙ্গোপাধ্যায়কে। সরাসরি প্রশ্ন করে বসেছেন, ‘তিনি নিজে কেন ছবির প্রচার করেন?’ অনেকে আবার জ্ঞানের ঝুলি উজাড় করে দিয়ে লিখেছেন, ‘এই ভাবনার শিকার হলে ‘বড়’ সিনেমা তৈরি হবে না। জনগণের ছবি হবে না। কয়েকটি পুরস্কার পেয়েই সন্তুষ্ট থাকতে হবে।’ যদিও গোটা ঘটনায় মুখে কুলুপ এটে রয়েছেন ছবির নায়ক ও প্রযোজক দেব।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি