শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

এবার হলিউডে পাড়ি দিচ্ছেন রাধিকা আপ্তে!

এবার হলিউডে পাড়ি দিচ্ছেন রাধিকা আপ্তে!

ঢাকা, ১৬ এপ্রিল, এবিনিউজ : হিন্দি হয়েছে, মারাঠি হয়েছে, বাংলা হয়েছে, তামিল হয়েছে, এমনকি তেলুগুও হয়েছে তাহলে আপনারাই বলুন কোন বিষয়ে পারদর্শী নয় রাধিকা আপ্তে? গ্রামের মেয়ের চরিত্র হোক বা সফিস্টিকেটেড কর্পোরেট লেডি, সবেতেই বাজিমাত করার ক্ষমতা রাখেন এই অভিনেত্রী৷ যদি দু’মিনিটের জন্য কোন ছবিতে অভিনয় করেন তাহলেও আপনার চোখ তার থেকে সরতে দেবেন না রাধিকা৷

অভিনয় দক্ষতার গুণে সমালোচক থেকে ভক্তদের প্রশংসা তো কুড়িয়েছেনই তাছাড়াও বিভিন্ন অ্যাওয়ার্ডও রয়েছে তার ঝুলিতে৷ বলিউড, টলিউডে হাত পাকিয়ে এবার তিনি চলেছেন হলিউডের দিকে৷ নিজের ট্যুইটার হ্যন্ডেলে পোস্ট করলেন এই সুখবর৷ শীঘ্রই তাঁকে দেখা যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে তৈরি একটি স্পাই ড্রামা ছবিতে৷

সত্যঘটনা অবলম্বনে তৈরি হতে চলেছে এই ছবি৷ উইনস্টাইন চার্চিলের ‘সিক্রেট আর্মি’কে সেলুলয়েডের রূপ দেবেন পরিচালক লিডিয়া ডিন পিলচার৷ রাধিকার সহ-অভিনেত্রী হিসেবে থাকছেন স্ট্যানা ক্যাটিক, সারা মেগান থমাস৷ ছবিতে রাধিকা অভিনয় করবেন নূর ইনায়াত খানের চরিত্রে৷

অন্যদিকে, ব্রিটিশ ইন্টেলিজেন্স অফিসার ভেরা অ্যাটকিনসের ভূমিকা চিত্রায়ন করবেন স্ট্যানা যে তাঁর বসের অ্যাসাইন করা মিশনকে সম্পূর্ণ করার প্রচেষ্টা চালাবেন৷ এবং একজন আমেরিকান মহিলার চরিত্রে থাকছেন সারা, ছবিতে তাঁর একটি পা কাঠের৷

অবশ্য এর পাশাপাশি রাধিকা শ্রীরাম রাঘবনের ‘শ্যুট দ্য পিয়ানো প্লেয়ার’, ‘বাজার’ এবং বিক্রমাদিত্য মোতওয়ানের ‘ভাবেশ যোশি’র ছবিগুলিতে সাইন করেছেন৷ তাছাড়াও ওয়েব সিরিজেও মজেছেন নায়িকা৷ সেই ওয়েব সিরিজের নাম ঠিক না হলে সূত্রের খবর রাধিকার সঙ্গে অভিনয়ে সইফ আলি খান এবং নাওয়াজুদ্দিন সিদ্দিকি থাকছেন৷

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত