বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

জাজের মুক্তিযুদ্ধের ছবিতেও শাকিব ও মিশা

জাজের মুক্তিযুদ্ধের ছবিতেও শাকিব ও মিশা

ঢাকা, ১৬ এপ্রিল, এবিনিউজ : মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করবে জাজ মাল্টিমিডিয়া। ছবির ছবির মূল ভূমিকায় অভিনয় করবেন নায়ক শাকিব খান। তাঁর সঙ্গে আরো থাকবেন শক্তিমান অভিনেতা মিশা সওদাগর। ছবিটি পরিচালনা করবেন ভারতের পরিচালক রাজ চক্রবর্তী। বিষয়টি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা আলিমুল্লাহ খোকন।

আলিমুল্লাহ খোকন বলেন, ‘শাকিব খানকে নিয়ে বড় বাজেটের ছবি আমরা নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছি। মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে এই ছবিটি নির্মাণ করা হবে। এতে শাকিব খানের অভিনয়ের ব্যাপারটি চূড়ান্ত হয়েছে। ছবিতে শক্তিমান অভিনেতা মিশা সওদাগরও থাকবেন।’

খোকন আরো বলেন, ‘আগামী জুলাই মাসে ছবির শুটিং শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ছবির গল্পটি দিয়েছেন আমাদের প্রতিষ্ঠানের কর্ণধার আব্দুল আজিজ সাহেব। আর চিত্রনাট্য লিখছেন দেলোয়ার হোসেন দিল। ছবিটি পরিচালনা করবেন ভারতের পরিচালক রাজ চক্রবর্তী। এ ছাড়া বাকি শিল্পীদের বিষয়ে কোনো আলোচনা হয়নি। কিছুদিনের মধ্যে বিষয়টি চূড়ান্ত হবে। সবচেয়ে বড় কথা আমরা এত দিন যৌথ প্রযোজনার ছবিতে বড় বাজেট দিয়েছি। কিন্তু এই ছবিটি যৌথ প্রযোজনার নয়, একেবারেই বাংলাদেশের ছবি হবে এটি।’

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত