![নিজের মূর্তি দেখে চমকে গেলেন ক্যাটরিনা!](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/17/katrina.abnews24_135625.jpg)
ঢাকা, ১৭ এপ্রিল, এবিনিউজ : নিউ ইয়র্ক সিটির টাইম স্কোয়ারে অবস্থিত মাদাম তুসো জাদুঘরে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের মূর্তি বসানো হয়েছে। এর আগে মাদাম তুসোর লন্ডন, দিল্লিতেও ক্যাটরিনার মূর্তি স্থাপন করা হয়।
নিউ ইয়র্কে নতুন মূর্তিটি দেখে খুশি হতে পারেননি ক্যাট ভক্তরা। ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস তো সরাসরিই বলে দিয়েছে মূর্তিটি দেখতে মোটেও ক্যাটরিনার মতো নয়। এটিকে ক্যাটরিনার 'দুর্ভাগ্য' বলেও আখ্যা দিয়েছে তারা।
ভক্তরা বলছেন, বাস্তবে ক্যাটরিনা দেখতে অনেক বেশি সুন্দরী। সেই সৌন্দর্য মূর্তিতে ধারণ করতে ব্যর্থ হয়েছে জাদুঘর কর্তৃপক্ষ। বিশেষ করে নাক আর ঠোঁটের আকৃতি কিছুতেই ক্যাটরিনার মতো হয়নি।
নতুন মূর্তিতে সোনালী রঙের লেহেঙ্গা নাচের ভঙ্গিতে দেখা গেছে ক্যাটরিনাকে। তার ঠিক পাশেই বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের মূর্তি।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি