বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • বিনোদন
  • আর্থিকভাবে স্বাবলম্বী হলেই নারীর ক্ষমতায়ন হয় না: টাবু

আর্থিকভাবে স্বাবলম্বী হলেই নারীর ক্ষমতায়ন হয় না: টাবু

আর্থিকভাবে স্বাবলম্বী হলেই নারীর ক্ষমতায়ন হয় না: টাবু

ঢাকা, ১৭ এপ্রিল, এবিনিউজ : বলিউড অভিনেত্রী টাবুর মতে, আর্থিকভাবে স্বাবলম্বী হলেই নারীর ক্ষমতায়ন হয় না। তিনি বলেন, কেউ যদি নিজের কাজ নিয়ে সন্তুষ্ট থাকেন, তাতেও নিজেকে স্বাবলম্বী ভাবতে পারেন। মানুষ যখন কাউকে নিঃস্বার্থ ভাবে ভালবাসে, সেটাও এক ধরনের ক্ষমতা তৈরি করে। নারী-স্বাধীনতা নিয়ে চিন্তাভাবনা বন্ধ হলেই সত্যি সত্যি ক্ষমতায়ন হয়েছে বলে ভাবতে পারব।

অবসর যাপনের জন্য টাবুর সঙ্গী গান ও বই। পার্টিতেও যান না। তিনি বলেন, পার্টি করে মজা হয় নাকি! আমি কোনও পার্টিতে যাই না। আর সামাজিক মাধ্যমে ছবি দিই ঠিকই। তবে বেশি কথা লিখি না। প্রতি মুহূর্তের আপডেট দেওয়াও পছন্দ করি না। সাঁতার ও ব্যায়াম করে নতুন উদ্যম পাই। আর কিছু করার না থাকলে, ঘুরতে চলে যাই।

কী ধরনের চরিত্রে অভিনয় করতে চান জানতে চাইলে টাবু বলেন, এমন চরিত্রের খোঁজেই থাকি, যা আমাকে কোনও অদেখা বা অচেনা পৃথিবীর সঙ্গে আলাপ করাবে। সুযোগ পেলে আমার আম্মির চরিত্রে অভিনয় করতে চাইব। ওঁর জীবন খুব ঘটনাবহুল ছিল।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত