![এবার সেন্সরে ‘ফিফটি ফিফটি লাভ’ সিনেমা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/17/50.50-love.abnews24_135669.jpg)
ঢাকা, ১৭ এপ্রিল, এবিনিউজ : চলচ্চিত্র নির্মাতা মুকুর নেত্রবাধি নির্মাণ করেছেন ‘ফিফটি ফিফটি লাভ’ সিনেমা। এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক শাহরিয়াজ ও অরিন। এছাড়াও এতে আশিক-অঞ্জলি জুটিকে দেখা যাবে।
গত বছরের শেষের দিকে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। সম্প্রতি এটি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়। আগামী ২৩ এপ্রিল সিনেমাটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হবে বলে সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে।
সেন্সর বোর্ড সূত্রটি বলেন, ‘‘কয়েকদিন আগে ‘ফিফটি ফিফটি লাভ’ সিনেমাটি সেন্সরে জমা দেয়া হয়। আগামী সোমবার সিনেমাটি প্রদর্শিত হবে।’’
সিনেমা প্রসঙ্গে পরিচালক মুকুল নেত্রবাধি বলেন, ‘‘ফিফটি ফিফটি লাভ’ সিনেমা সেন্সর ছাড়পত্র হাতে পাওয়ার পর মুক্তির তারিখ ঠিক করব। রোজার আগে মুক্তির তারিখ ফাঁকা পেলে রোজার আগেই মুক্তি দিব। তা না হলে রোজার পরে মুক্তি দিব।’’
‘ফিফটি ফিফটি লাভ’ সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছিলেন পরিচালক মুকুল নেত্রবাধি। এর গল্প ও সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।
মধুমিতা ফিল্মসের ব্যানারে ‘ফিফটি ফিফটি লাভ’ সিনেমায় শাহরিয়াজ-অরিন, আশিক-অঞ্জলি ছাড়াও আরো অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আমির সিরাজী, রেহেনা জলি প্রমুখ। এ সিনেমার বাইরে শাহরিয়াজ ও অরিন ‘আমার সিদ্ধান্ত’ নামে আরেকটি সিনেমায় অভিনয় করছেন। এ সিনেমাটি পরিচালনা করছেন মোহাম্মাদ আসলাম।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি