![ফের বাবা হতে চলেছেন শহিদ কাপুর](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/19/shide-kapur_136000.jpg)
ঢাকা, ১৯ এপ্রিল, এবিনিউজ : ফের বাবা হচ্ছেন শহীদ কাপুর। মীরা রাজপুত ও শহিদ কাপুরের মেয়ে মিশার জীবনে এবার নতুন সাথী আসতে চলেছে। ভাই নাকি বোন, সে কথা বলবে সময়। কিন্তু টিলসেল অপেক্ষায় রয়েছে মীরা-শহিদের দ্বিতীয় সন্তানের।
জিম থেকে মার্কেট, মীরা ঘরের বাইরে মানেই ফটোগ্রাফারদের ফ্রেমেবন্দি। সম্প্রতি নীল প্যান্ট আর সাদা টি-শার্টে মীরা নজরে পড়েন পাপরাজিৎদের। ছবির জন্য পোজও দেন তিনি। কিন্তু এই ফটো গুলি সামনে আসতেই শুরু হয়েছে গুঞ্জন। কারণ পোশাকারের ভিরত দিয়ে উঁকি মারছে মীরার ছোট্ট বেবি বাম্প। যা ইঙ্গির দিচ্ছে সুখবরের।
মাস কয়েক আগে মীরা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “তিনি এবং শহিদ দ্বিতীয় সন্তানের চিন্তা করছেন। তবে সেটা কবে? তা ঠিক হয়নি’। একই সঙ্গে তিনি আরও বলেন, ” দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার পরই, ক্যারিয়ার নিয়ে ভাববেন তিনি।”
এবিএন/মমিন/জসিম