শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • বিনোদন
  • ‘ময়নার ইতিকথা’ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সানাই

‘ময়নার ইতিকথা’ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সানাই

‘ময়নার ইতিকথা’ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সানাই

ঢাকা, ২০ এপ্রিল, এবিনিউজ : ঢালিউডের নতুন বাসিন্দা সানাই। খুব বেশি দিন হয়নি বড় পর্দায় অভিষেক হয়েছে। তার অভিনীত কোনো চলচ্চিত্র এখনো মুক্তি পায়নি! এরইমধ্যে ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ বনে গেছেন নবাগত সানাই। পুরো নাম সানাই মাহবুব সুপ্রভা। বর্তমানে ‘ময়নার ইতিকথা’ নামের একটি চলচ্চিত্রের কাজে ব্যস্ত রয়েছেন তিনি। এ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সানাই।

গত ১১ এপ্রিল থেকে গাজিপুরে ‘ময়নার ইতিকথা’ নামের একটি চলচ্চিত্রের প্রথম লটের কাজ শুরু হয়েছে। যেখানে অন্ধ মেয়ে ময়নার চরিত্রে অভিনয় করছেন নবাগতা নায়িকা সানাই। তাকে ঘিরেই ছবির গল্প। নারী কেন্দ্রিক এই ছবিতে ‘ময়না’ চরিত্রটি নিয়ে বেশ উচ্ছ্বসিত উঠতি এই নায়িকা।

তিনি বলেন, ১১ এপ্রিল থেকে গাজীপুরে টানা শুটিং করছি। একেবারে গ্রাম্য পরিবেশে, রিয়েল লোকেশনে শুটিং করেছি আমরা। গত ১৭ এপ্রিল প্রথম লটের কাজ শেষ হয়েছে। শিগগির শুটিংও শুরু হবে দ্বিতীয় লটের কাজ।

‘ময়নার ইতিকথা’ নিয়ে অভিজ্ঞতার কথা জানিয়ে সানাই আরো বলেন, ছবিটি করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখিন হতে হয়েছে আমাকে। এরমধ্যে একটি শটের জন্য দীর্ঘ পাঁচ ঘন্টা নোংরা পানিতে থাকতে হয়েছে। তবে এতোসব কিছুর পরেও পুরো টিমের সহাযোগিতায় প্রথম ধাপের শুটিং খুব ভালো ভাবে করতে পেরেছি।‘ময়নার ইতিকথা’ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সানাই‘ময়নার ইতিকথা’ ছবিটির কাহিনীকার ও পরিচালক তরুণ নির্মাতা বাবু সিদ্দিকী। ছবির সংলাপ, চিত্রনাট্য ও গীত রচনা করেছেন আহমেদ ইউসুফ সাবের। ছবিতে ময়নার ভাইয়ের চরিত্রে অভিনয় করছে রাসেল মিয়া।

গেল বছর বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন সানাই। এরমধ্যে ‘ময়নার ইতিকথা’ ছাড়াও মোস্তাফিজুর রহমান বাবুর প্রতীক্ষা, প্রতিশোধ, বাবু সিদ্দিকীর সুপ্ত আগুন : দ্য হিডেন ফায়ার, এবং দেওয়ান নাজমুলের শালবনের মহুয়া ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। তার একটাই স্বপ্ন ঢালিউডের স্থায়ী বাসিন্দা হওয়া। পাশাপাশি অভিনেত্রী হিসেবে দর্শক হৃদয়ে স্থায়ী আসন গড়া। সেই লক্ষেই কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সানাই।

এবিএন/এজেএ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত