বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কলকাতায় মুক্তি পেল শাকিবের ‘চালবাজ’

কলকাতায় মুক্তি পেল শাকিবের ‘চালবাজ’

ঢাকা, ২০ এপ্রিল, এবিনিউজ : কলকাতায় মুক্তি পেয়েছে শাকিব খান ও শুভশ্রী অভিনীত চলচ্চিত্র ‘চালবাজ’। ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। ছবি নিয়ে শাকিব খান বলেন, “এত দিন আমাদের দেশেই শুধু কলকাতার শিল্পীদের ছবি আমাদের সিনেমা হলে মুক্তি পেত। আজ কলকাতার সিনেমা হলে আমার অভিনীত সিনেমা ‘চালবাজ’ মুক্তি পেয়েছে। বিষয়টি আমার জন্য অনেক সম্মানজনক, কারণ আমি দেশের প্রতিনিধিত্ব করতে পারছি। ছবির টাইটেলে যখন আমার নাম যাচ্ছে শাকিব খান, তখন সঙ্গে লেখা আছে বাংলাদেশ। এর আগে কলকাতার দর্শক আমার ছবি দেখেছেন, কিন্তু সেগুলো ছিল যৌথ প্রযোজনার ছবি, কিন্তু এবার শুধু কলকাতার ছবির নায়ক হয়েই আমি ‘চালবাজ’ ছবিতে কাজ করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি দেশের সম্মান বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারি।”

জয়দীপ মুখার্জি পরিচালিত এই ছবিতে শাকিব ও শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন রজতভ দত্ত, সুপ্রিয় দত্ত, সৈয়দ হাসান ইমাম, আশীষ বিদ্যার্থী প্রমুখ।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত