![কলকাতায় বিজ্ঞাপনের শুটিং করলেন নিপুণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/22/nipun_abnews_136340.jpg)
ঢাকা, ২২ এপ্রিল, এবিনিউজ : চলচ্চিত্রের বাইরে ছোট পর্দায় ব্যস্ত সময় পার করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ আক্তার। এবার একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন নিপুণ।
ঈদ-উল-ফিতর উপলক্ষেপ্রসাধনী সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান মমতাজ হারবাল প্রোডাক্টস নির্মাণ করেছে নতুন বিজ্ঞাপন।
এই বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা যাবে নিপুণকে। কলকাতায় ১৯ ও ২০ এপ্রিল টানা দুইদিন বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। বিয়ের ফ্লেভাবে জিঙ্গেল নির্ভর বিজ্ঞাপনটির কোরিওগ্রাফি করেছেন শিবরাম শর্মা। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সৌমেন সুর।
কলকাতার এই নির্মাতা জানান, জমকালোভাবে আমরা বিজ্ঞাপনটির শুটিং করেছি। আর কাজটি করার জন্য যথেষ্ট সময়ও ছিল। ঈদকে সামনে রেখে বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে। এখানে বাংলাদেশের গুণী অভিনেত্রী নিপুণ কাজ করেছেন। তার সঙ্গে আরও অনেকেই ছিলেন। আশা করছি বিজ্ঞাপনটি দর্শকরা পছন্দই করবেন।
জানা গেছে, সম্পাদনা শেষে শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।
এবিএন/মাইকেল/জসিম/এমসি