বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • বিনোদন
  • স্ত্রী নির্যাতনের মামলায় অভিনেতা কাজী আসিফ কারাগারে

স্ত্রী নির্যাতনের মামলায় অভিনেতা কাজী আসিফ কারাগারে

স্ত্রী নির্যাতনের মামলায় অভিনেতা কাজী আসিফ কারাগারে

ঢাকা, ২৩ এপ্রিল, এবিনিউজ : স্ত্রীর করা নারী নির্যাতনের মামলায় মডেল ও অভিনেতা কাজী আসিফকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শফিউল আজম এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলি আলী আকবর।

এরআগে কাজী আসিফকে আজ গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে তার আইনজীবী জামিনের আবেদন করেন। সে আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক ২৫ এপ্রিল জামিন শুনানির জন্য দিন নির্ধারণ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

২০১৫ সালের ৭ সেপ্টেম্বর কানাডাপ্রবাসী শামীমা আক্তার অর্নির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাজী আসিফ। কাজী আসিফ রহমান বেশ কিছু বিজ্ঞাপনে মডেল হয়ে নজর কাড়েন। এরপরে তার সাথে অর্নির সংসারে টানাপড়েন সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে কাজী আনিস বাদীর কাছ থেকে ২০ লাখ যৌতুক দাবি করেন।

গত ৬ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ অর্নি বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় বিচার বিভাগীয় তদন্ত শেষে বিচারক শফিউল আজম গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে সকালে রাজধানীর বিমানবন্দর থানার এলাকা থেকে আসিফকে আটক করে পুলিশ।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত