![আগামী অক্টোবর মাসেই শুরু ‘ক্ষত’](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/23/khoto.abnews24_136602.jpg)
ঢাকা, ২৩ এপ্রিল, এবিনিউজ : পরী মনির প্রযোজনা প্রতিষ্ঠান সোনার তরী মাল্টিমিডিয়ার প্রথম সিনেমা ‘ক্ষত’। মাস দেড়েক আগে সিনেমাটির ঘোষণা আসে।
এর মাধ্যমে বছর দেড়েক পর শুটিং ফ্লোরে ফিরছেন পরিচালক শামীম আহমেদ রনি। এর আগে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নিষেধাজ্ঞার কারণে নির্মাণ থেকে দূরে ছিলেন তিনি। আর পরী মনির বিপরীতে অভিনয় করছেন ‘অন্তর জ্বালা’র সহকর্মী জায়েদ খান।
ঘোষণার দিনই প্রকাশ হয় ‘ক্ষত’-এর ফার্স্টলুক পোস্টার। নতুন লুকে হাজিরও হন জায়েদ। ধারণা করা হয়েছিল শিগগির শুরু হবে শুটিং। কিন্তু এবার জানা গেল, আরো খানিকটা সময় লাগবে।
সিনেমাটির প্রযোজনা সূত্রে বলা হয়, “এরই মধ্যে অনেকেই হয়তো জেনে গিয়েছেন ‘ক্ষত’-এর শুটিং হবে সিলেটে ও পার্শ্ববর্তী এলাকায়। গল্পের প্রয়োজনে ও লোকেশনে শুটিং-এর সব থেকে উপযুক্ত সময় এবং পরিবেশ পাওয়ার জন্যেই ‘ক্ষত’-এর শুটিং আগামী অক্টোবর মাসেই শুরু হতে যাচ্ছে। দর্শকদের সব থেকে বাস্তব ও দৃষ্টিনন্দন অনুভূতি দেওয়ার জন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
জানা গেছে, মূলত বৃষ্টিজনিত সমস্যা কাটাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনেমাটির গল্প লেখা হয়েছে ১৯৮০ এর দশকের চা বাগানের প্রেক্ষাপটে।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি