শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • বিনোদন
  • বিশ্বের একাধিক বড় শহরে দেখা যাবে স্পাইডার-ম্যানকে

বিশ্বের একাধিক বড় শহরে দেখা যাবে স্পাইডার-ম্যানকে

বিশ্বের একাধিক বড় শহরে দেখা যাবে স্পাইডার-ম্যানকে

ঢাকা, ২৩ এপ্রিল, এবিনিউজ : মাত্র কয়েকদিন পর বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’। মার্ভেল কমিকসের প্রায় সব চরিত্রই সিনেমাটিতে উপস্থিত থাকছে, থাকছে স্পাইডার-ম্যানও। সেই সময়ে খবরে আসলো টিনএজ সুপারহিরোর নতুন সিনেমার।

স্ল্যাশ ফিল্ম জানায়, সনি পিকচার্স ও মার্ভেল স্টুডিও ২০১৯ সালের গ্রীষ্মে ‘স্পাইডার-ম্যান : হোম কামিং’-এর নতুন সিক্যুয়াল উপহার দিতে চায়। তবে এ সিনেমাটিতে অ্যাভেঞ্জার্সের অন্য হিরোদের দেখা যাবে না। একা একাই লড়বে স্পাইডি।

আরো জানা যায়, স্পাইডার-ম্যান এবার একাকী যুক্তরাষ্ট্রের চৌহদ্দি ছেড়ে বের হবে। তাকে দেখা যাবে বিশ্বের একাধিক বড় শহরে। তাই শুটিংও হবে দেশের বাইরে।বিশ্বের একাধিক বড় শহরে দেখা যাবে স্পাইডার-ম্যানকে

মার্ভেলের প্রধান কেভিন ফেইজ জানান, জুলাইয়ের সিনেমাটির শুটিং শুরু হবে। নিউইয়র্কের পাশাপাশি পৃথিবীর নানা প্রান্তেও দেখা যাবে স্পাইডার-ম্যানকে।

মূলত নিউইয়র্ক শহরকে নিরাপদ রাখাকে নিজের দায়িত্ব মনে করে স্পাইডার-ম্যান। কিন্তু এবার কাহিনির প্রয়োজনে ‘হোমকামিং’ সিক্যুয়ালের প্রধান লোকেশন হতে যাচ্ছে লন্ডন। এর আগে ‘সিভিল ওয়ার’-এ তাকে অল্প সময়ের জন্য দেখা গেছে লিপজিগ এয়ারপোর্টে। তখন অবশ্য সাথে ছিল অ্যাভেঞ্জার্স টিমের অন্যরা।

‘স্পাইডার-ম্যান : হোমকামিং’ সিক্যুয়ালে বরাবারের মতোই থাকছেন টম হল্যান্ড। সিনেমাটি ‍মুক্তি পাবে ২০১৯ সালের ৫ জুলাই। অবশ্য তার আগে মুক্তি পাবে ‘অ্যাভেঞ্জার্স ফোর’। এ সিনেমাও থাকছে স্পাইডি।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত