শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

দেব-রুক্মিণী সম্পর্কের অজানা কথা

দেব-রুক্মিণী সম্পর্কের অজানা কথা

ঢাকা, ২৪ এপ্রিল, এবিনিউজ : বন্ধুত্বের কুয়াশায় ঢাকা ভালোবাসা, মিঠে আলোয় এখন চকচকে। কথা কিছু কিছু সত্যি মুখে বলা যায় না! তাইতো হাতের ট্যাটুতে এঁকে দিয়েছেন প্রেমের সাতকাহত। টলিপাড়ার ওপেন সিক্রেট দেব-রুক্মিণীর ভালোবাসা। কিন্তু তাঁদের রোম্যান্টিক লাইফ আজও অজানা।

‘চ্যাম্প’, ‘ককপিট’ ও ‘কবীর’ পরপর তিনটি ছবিতে একসঙ্গে কাজ করে ফেলেছেন দেব ও রুক্মিণী। কিন্তু এখনও নিজেদের মুখে শিলমোহর দেননি সম্পর্কের। তবে নায়িকার মুখে সবসময় শোনা যায়, দেব তাঁর ফ্যামিলি। নায়িকার কথায়, ” আমাদের সম্পর্কের বিশ্বাসের। দেব আমার ফ্যামিলি।” মানে বুঝতেই পারছেন কোনও দিকে ইঙ্গিত দিচ্ছেন সুন্দরী। যদিও রুক্মিণীর অনামিকায় বড় হিরের আংটি-অনেকেই এনগেজমেন্ট রিং বলেন। কিন্তু পুরোটাই মুখে চলতি খবর।

এদিকে দেব-রুক্মিণী সম্পর্কে বড় অভিমানী রুক্মিণী। চুন থেকে পান খসলেই নাকি গোঁসা হয় সুন্দরীর। আর তাঁর মানভঞ্জনে লেগে পড়েন দেব। প্রায় প্রায়ই ‘বন্ধুকে’সারপ্রাইজ দিতে শ্যুটিং ফ্লোরে পৌঁছে যান রুক্মিণী। আর তাতেই নাকি আহ্লাদে আটখানা হয়ে যান নায়ক।

এবিএন/ মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত