![‘কেশরি’ ছবির শুটিং সেটে বিস্ফোরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/25/keasari_abnews_136764.jpg)
ঢাকা, ২৫ এপ্রিল, এবিনিউজ : এবার বলিউডের ছবির শুটিং সেটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার অক্ষয় কুমারের ‘কেশরি’ ছবির শুটিংয়ের শেষের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে বলিউড লাইভ।
জানা গেছে, ভারতের মুম্বাইয়ের ওয়াইতে ‘কেশরি’ ছবির শুটিং শেষ করে বাড়ির উদ্দেশে রওনা হন অক্ষয়। তিনি বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই শুটিং সেটে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং পুরো সেটে আগুন ধরে যায়।
এতে পুড়ে যায় পুরো শুটিং সেট। তবে এতে কোনো হতাহত ঘটনা ঘটেনি। এদিকে অবসর কাটাতে বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন পরিণীতি চোপড়া। তাই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে অনেকটা নিশ্চিন্ত আছেন তিনি।
আগামী ১০ দিনের মধ্যে নতুন করে সেটটি বানাতে হবে। তবে পরবর্তী শ্যুটিংয়ের দিন পাল্টায়নি ছবিটির প্রযোজনা সংস্থা। এনিয়ে চিন্তিত সংস্থার কর্মীরা। ছবিটি প্রযোজনা করছেন অক্ষয় কুমার এবং করণ জোহর।
ছবিটি ১৮৯৭ সালে সারগড়ীর যুদ্ধের প্রেক্ষাপটে ছবিটি তৈরি হচ্ছে। হাবিলদার ঈশ্বর সিংয়ের চরিত্রে দেখা যাবে অক্ষয়কে। ২০১৯ সালের হোলি উৎসবকে কেন্দ্র করে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি।
এবিএন/মাইকেল/জসিম/এমসি