![‘তৃতীয় অধ্যায়’ নিয়ে অসছেন পাওলি দাম](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/25/paoli_abnews_136766.jpg)
ঢাকা, ২৫ এপ্রিল, এবিনিউজ : কলকাতা বাংলার ‘তৃতীয় অধ্যায়’ নামক একটি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন ‘হেইট স্টোরি’ খ্যাত অভিনেত্রী পাওলি দাম। নতুন এই ছবিতে জুটি বাঁধছেন পাওলি দাম ও আবীর চট্টোপাধ্যায়।
এরই মধ্যে ছবিটির ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। যা সামাজিক যোগাযোগের মাধ্যমে দর্শক পছন্দ করছেন। পরিচালকের ভাষ্য,আপাতত ছবিটি কিছু ফেস্টিভ্যালে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে মুক্তি পেতে পারে ছবিটি। ছবিতে তিনটি আলাদা অধ্যায় থাকবে। আর সেকারণেই ছবিটির নাম ‘তৃতীয় অধ্যায়’ রাখা হয়েছে।
‘এক স্পোর্টস ট্রেনার ঝাড়খণ্ড যায় একজনের খোঁজে। সেখানে পুরনো প্রেমিকাকে এক ঝলক দেখে। তারপর তার খোঁজ শুরু করেন। একই সঙ্গে আরও একটা লাভ স্টোরি থাকছে গল্পে’। ছবির গল্প নিয়ে এমনটাই বললেন পরিচালক।
এবিএন/মাইকেল/জসিম/এমসি