বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • বিনোদন
  • পরমব্রতের ‘ভুবন মাঝি’ এবার রফতানি হচ্ছে ভারতে

পরমব্রতের ‘ভুবন মাঝি’ এবার রফতানি হচ্ছে ভারতে

পরমব্রতের ‘ভুবন মাঝি’ এবার রফতানি হচ্ছে ভারতে

ঢাকা, ২৫ এপ্রিল, এবিনিউজ : হালে যৌথ প্রযোজনার বদৌলতে ভারতীয় অনেক অভিনেতাই মুখ দেখাচ্ছেন দুই দেশের বড়পর্দায়। ২০১৭ সালে কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত ‘ভুবন মাঝি’ ও ‘ভয়ংকর সুন্দর’ বাংলাদেশে মুক্তি পেলেও কোনোটিই যৌথ নয়। এবার প্রথম সিনেমাটি রফতানি হচ্ছে ভারতে।

মুক্তিযুদ্ধ ও পরবর্তী কয়েক দশকের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ভুবন মাঝি’। পরিচালনা করেছেন ফাখরুল আরেফীন খান।

নির্মাতা জানান, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় বাংলাদেশ থেকে ভারতে রফতানি হয়েছে ‘ভুবন মাঝি’। সম্প্রতি সেখানে আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। শিগগিরই জানানো হবে মুক্তির দিনক্ষণ।

তবে ‘ভুবন মাঝি’র বদলে কোনো সিনেমাটি বাংলাদেশে আসছে জানা যায়নি।

২০১৭ সালের ৩ মার্চ বাংলাদেশে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ভুবন মাঝি’। ইতোমধ্যে ৮টি উৎসবে অংশ নিয়েছে ছবিটি।

‘ভুবন মাঝি’র বাংলাদেশ সরকার অনুদানের নির্মিত হয়েছে। পরমব্রত’র বিপরীতে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। আরো আছেন মাজনুন মিজার, মামুনুর রশীদ, শুভাশিষ ভৌমিক, ওয়াকিল আহমেদ, কাজী নওশাবা, সুষমা সরকার, সুমিত সেন প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন প্রয়াত কালিকা প্রসাদ ভট্টাচার্য।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে পরমব্রত অভিনীত যৌথ প্রযোজনার ছবি ‘হলুদ বনি’। তার বিপরীতে আছেন নুসরাত ইমরোজ তিশা ও পাওলি দাম।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত