ঢাকা, ২৫ এপ্রিল, এবিনিউজ : না! কোন নাটক কিংবা সিনেমার অভিনয়ের কথা নয়। সত্যিই বিয়ে করছেন জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। আয়নাবাজি খ্যাত অভিনেত্রীকে সোমবার ২৩ এপ্রিল রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে হলুদ অনুষ্ঠান সম্পন্ন হয়। দীর্ঘদিনের প্রেমিক জোবায়দুল হককে বিয়ে করছেন নাবিলা। আর বিয়ের আয়োজন করা হবে ২৬ এপ্রিল বৃহস্পতিবার।
নাবিলা আগেই ঘোষণা দিয়েছিলেন এ বছরেই বিয়ে করবেন তিনি। বিয়ের পরদিন স্বামীর সাথে ইংল্যান্ডের উদ্দেশ্যে বিমানে উঠবেন তিনি। ২ মে দেশে ফিরবেন দুজন। নাবিলার ছোট বেলা কেটেছে সৌদি আরবের জেদ্দাতে, ১৫ বছর সৌদি আরবে ছিলেন। পরবর্তীতে বাংলাদেশে ফিরে আসেন। সেখানেই শৈশব থেকে পরিচয় জোবায়দুল হকের সাথে। আর সেই পরিচয় থেকে প্রণয় হচ্ছে দুজনার। পাত্র জোবায়দুল হক পেশায় একজন ব্যাংকার।
উল্লেখ্য, ২০০৬ সালে টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেন। ২০১৬ সালে অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন। চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করেন নাবিলা।
এবিএন/মমিন/জসিম