![নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছেন পড়শী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/26/rasta_abnews_136926.jpg)
ঢাকা, ২৬ এপ্রিল, এবিনিউজ : নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছেন পড়শী। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পড়শীর ‘রাস্তা’ নামের মিউজিক ভিডিওটি অনলাইন দুনিয়ায় প্রকাশ পাবে। প্রায় এক বছর পর নতুন মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন পড়শী।
পড়শী বলেন, ‘এক বছর আমি মূলত সিনেমায় প্লেব্যাক করেছি, স্টেজ শো করেছি। আর পড়ালেখার ব্যস্ততা তো ছিলই। সব মিলিয়ে কোনো সিঙ্গেল ট্র্যাক কিংবা মিউজিক ভিডিও করা হয়নি।’
অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস) এর ব্যানারে আসছে এটি। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সঙ্গীত করেছেন জুয়েল মোর্শেদ।রক ধাঁচের গানটি শুরু হয়েছে এভাবে- ‘রাস্তা দিয়ে হাঁটি যখন বোকার মতো চেয়ে থাকো/বলছি শোনো সাহস নিয়ে সামনে এসে আমায় ডাকো।’
পুরান ঢাকার একটি শুটিংস্পটে চিত্রায়িত গানটির ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক (প্রেক্ষাগৃহ)। ডিওপি ছিলেন রাজু রাজ।
পড়শী বলেন, ‘গানটির কথা আমার কাছে বেশ মজার লেগেছে। পুরোপুরি প্রেমের গান। গাইতে গিয়ে বেশ মজা পেয়েছি। আর ভিডিওতে তো আমি একবারেই ভিন্নরূপে দর্শক-শ্রোতার সামনে হাজির হচ্ছি। আশা করি দর্শক-শ্রোতারাও গানটির অডিও এবং ভিডিও খুব এনজয় করবেন।’
এবিএন/মাইকেল/জসিম/এমসি