বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

অবশেষে নিলামে উঠছে ম্যাডোনার প্রেমপত্র

অবশেষে নিলামে উঠছে ম্যাডোনার প্রেমপত্র

ঢাকা, ২৬ এপ্রিল, এবিনিউজ : পপ তারকা ম্যাডোনার ব্যক্তিগত কিছু বিষয় নিলামে তোলার ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। এতে করে প্রকাশ্যে আসছে ম্যাডোনার লেখা প্রয়াত টুপাকের প্রেমপত্র।

১৯৯৫ সালে একটি প্রেমপত্র লিখেছিলেন টুপাক। ম্যাডোনার একসময়ের ঘনিষ্ঠজন ডারলেন লুৎজের কাছে ছিল এই প্রেমপত্রটি। এই চিঠিসহ ম্যাডোনার কিছু ব্যক্তিগত সামগ্রী গত বছর নিলামে তোলার ঘোষণা দেন লুৎজ। বিষয়টি নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েন ম্যাডোনা।

বিষয়টি নিয়ে এই পপ তারকা তখন আদালতের দ্বারস্থ হন। ব্যক্তিগত সামগ্রী যেন নিলামে তোলা না হয় তার জন্য মামলা করেন। এবার মামলায় হেরে গেলেন ম্যাডোনা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালত নিলামের ওপর জারি হওয়া নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।অবশেষে নিলামে উঠছে ম্যাডোনার প্রেমপত্রম্যাডোনার অভিযোগকে বলা হয়েছে, ‘ব্যক্তিগত রোষ’-এর বহিঃপ্রকাশ। কিন্তু মামলায় হেরে যাবার পর ম্যাডোনার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে ডারলেন লুৎজ জানিয়েছেন, আগামী জুনেই ম্যাডোনা-টুপাকের প্রেমপত্রটি নিলামে উঠবে। এই চিঠি লেখার ১৮ মাস পর টুপাক আততায়ীর গুলিতে নিহত হন।

এবিএন/মাইকেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত