![‘বিসর্জন’-এর পর ‘বিজয়া’তেও পদ্মা হয়ে আসছেন জয়া](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/27/joya.abnews24_137088.jpg)
ঢাকা, ২৭ এপ্রিল, এবিনিউজ : ‘বিসর্জন’ ছবিতে পদ্মা চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন অভিনেত্রী জয়া আহসান। এই এক ছবির জন্যই অনেকগুলো পুরস্কার পেয়েছিলেন তিনি। ছবিটিও ভারতে জাতীয় পুরস্কার জিতেছিল। এবার ছবির সিক্যুয়েল ‘বিজয়া’তেও পদ্মা হয়ে আসছেন জয়া। 'বিসর্জন' এ তার আরেক সহশিল্পী আবির চ্যাটার্জীও থাকছেন। ছবিটি পরিচালনা করবেন কৌশিক গাঙ্গুলী। গত বুধবার ছবির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে।
আগামী মে মাসের শেষে শুরু হবে শুটিং। জয়া বলেন, আমার প্রাণের কাছের ছবির সিক্যুয়েল হচ্ছে বলে ভীষণ আনন্দ হচ্ছে। অন্যদিকে একটু চাপ লাগছে। পদ্মাকে যে ভাবে মানুষ ভালবেসেছেন, সেটাকে জাস্টিস করতে পারব কিনা সেটা নিয়েই চাপ। তবে আগেরবারের মতো আমি সবকিছু কৌশিকদার ওপরে ছেড়ে দেব।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি