শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

প্রভাসের পর এবার মহেশ

প্রভাসের পর এবার মহেশ

ঢাকা, ২৭ এপ্রিল, এবিনিউজ : মাদাম তুসো জাদুঘরে জায়গা পাচ্ছে অভিনেতা মহেশ বাবুর মোমের মূর্তি। দ্বিতীয় তেলেগু অভিনেতা হিসেবে এ মর্যাদা পাচ্ছেন তিনি। এর আগে বাহুবলি সিনেমাখ্যাত অভিনেতা প্রভাসের মোমের মূর্তি মাদাম তুসোতে জায়গা পেয়েছে।

এ প্রসঙ্গে মাইক্রোব্লগিং সাইট টুইটারে মহেশ বাবু লেখেন, ‘মর্যাদাপূর্ণ মাদাম তুসোর অংশ হতে পেরে ভীষণ খুশি। খুঁটিনাটি বিষয়ে নজর দেয়ার জন্য শিল্পীদের ধন্যবাদ। অসাধারণ।’

প্রভাসের পর এবার মহেশ

কয়েকদিন আগে মুক্তি পেয়েছে মহেশে বাবু অভিনীত সিনেমা ভারত আনে নেনু। এতে মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। দর্শকের মাঝে বেশ ভালো সাড়া ফেলেছে সিনেমাটি। প্রথম সপ্তাহে ভারত ও ভারতের বাইরে আয় করেছে প্রায় ১২৫ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহেও এটি ভালো আয় করবে বলে ধারণা করছেন বক্স অফিস বিশ্লেষকরা।

মহেশ ছাড়াও ভারত আনে নেনু সিনেমাটিতে অভিনয় করেছে কিয়ারা আদভানি। সিনেমাটি পরিচালনা করেছেন কোরাতলা শিবা।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত