শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • বিনোদন
  • রবীন্দ্রভারতীর সমাবর্তনে আসছেন না অমিতাভ

রবীন্দ্রভারতীর সমাবর্তনে আসছেন না অমিতাভ

রবীন্দ্রভারতীর সমাবর্তনে আসছেন না অমিতাভ

ঢাকা, ২৮ এপ্রিল, এবিনিউজ : রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অমিতাভ বচ্চনকে সম্মানসূচক ডি লিট দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। কিন্তু বলিউড অভিনেতা অনুষ্ঠানে অংশ নিতে আসতে পারছেন না বলে জানিয়ে দিয়েছেন। পরের কোনো সমাবর্তনে অমিতাভকে এ ডিগ্রি দেওয়ার বিষয়টি কর্তৃপক্ষের বিবেচনাধীন রয়েছে। খবর আনন্দবাজার পত্রিকা।

রবীন্দ্রভারতীর উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী শুক্রবার বলেন, ‘আমরা আমাদের সিদ্ধান্তের কথা উনাকে জানিয়েছিলাম। উনি খুশিও হয়েছিলেন। কিন্তু অতি সম্প্রতি অমিতাভ জানিয়েছেন, শুটিং থাকায় তিনি আসতে পারবেন না।’

৮ মে রবীন্দ্রভারতীর সমাবর্তন। এবার সম্মানসূচক ডি লিট পাচ্ছেন সংগীতশিল্পী অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়, লেখিকা নবনীতা দেবসেন ও শিল্পী যতীন দাস।

উপাচার্য আরো জানান, ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকেই তারা বিভিন্ন বিষয়ে ইন্টার্নশিপ চালু করতে উদ্যোগী হয়েছেন। ললিতকলার সব বিষয়ে রেপার্টরি চালু করার কথা ভাবা হচ্ছে। সেখানে পড়ুয়ারা বিশেষ ভাতা পাবেন। নাটক বিভাগে এই ধরনের রেপার্টরি আগেই চালু হয়েছে। রবীন্দ্রভারতীর ছাত্রছাত্রীদের তৈরি করা ভাস্কর্য অনলাইনে বিক্রির পরিকল্পনা করছেন কর্তৃপক্ষ।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত