বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • বিনোদন
  • আসিফা ধর্ষণের প্রতিবাদে সিনেমা বয়কটের ডাক

আসিফা ধর্ষণের প্রতিবাদে সিনেমা বয়কটের ডাক

আসিফা ধর্ষণের প্রতিবাদে সিনেমা বয়কটের ডাক

ঢাকা, ২৮ এপ্রিল, এবিনিউজ : মাসখানেক পর মুক্তি পেতে যাচ্ছে কারিনা কাপুর খানের কামব্যাক সিনেমা ‘ভীরে দি ওয়েডিং’। তার সঙ্গে আরো আছেন সোনম কাপুর ও স্বরা ভাস্কর।

‘ভীরে দি ওয়েডিং’ নিয়ে সরাসরি না বলা হলেও তিন নায়িকার সিনেমা বয়কটের ডাক দিয়েছেন অনেকে। কারণ হলো আসিফা ধর্ষণের প্রতিবাদ করেছেন তারা।

সম্প্রতি ভারতের কাঠুয়ায় আট বছরের আসিফাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ নিয়ে দেশটিতে প্রতিবাদের ঝড় ওঠে। বাদ যাননি সেলিব্রিটিরাও।

এ ঘটনায় বিশেষ একটি প্ল্যাকার্ড ধরা ছবি টুইটারে পোস্ট করেন তিন তারকা। যেখানে লেখা রয়েছে, ‘আমি হিন্দুস্তান। আমি লজ্জিত। #JusticeForOurChild. আট বছরের শিশু। গণধর্ষিতা। নিহত। দেবীস্থান মন্দিরে।’

প্রতিবাদের এ ভাষা মেনে নিতে পারেননি অনেকে। তাদের মতে, ধর্ষিতা বিশেষ একটি ধর্মের বলে কারিনা-সোনম-স্বরা গলা ফাটাচ্ছেন। তেমন একটি টুইট হলো, ‘বড় ভণ্ড যারা একজন মুসলিম ধর্ষণে দুঃখ পায় আর হিন্দুরা ধর্ষিত হলে তা উপভোগ করে।’

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত