শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

আমিরের সঙ্গে দ্রৌপদীর ভূমিকায় দীপিকা

আমিরের সঙ্গে দ্রৌপদীর ভূমিকায় দীপিকা

ঢাকা, ২৮ এপ্রিল, এবিনিউজ : শাহরুখ খানের সঙ্গে অনেকগুলো সিনেমায় দীপিকা পাড়ুকোনকে দেখা গেছে। কিন্তু ঢালিউডের আরেক খান আমিরের সঙ্গে একবারও আসেননি পর্দায়। এবার সে সুযোগ তৈরি হলো। জানা যায়, মিস্টার পারফেকশনিস্টের ‍উচ্চাভিলাষী প্রজেক্ট ‘মহাভারত’-এর অন্যতম মুখ্য চরিত্র দ্রৌপদীর ভূমিকায় দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে।

বলিউডের গুঞ্জনটি ওঠে এসেছে এই সময়ের প্রতিবেদনে। সেখানে বলা হচ্ছে, আমির খানের পরের ছবি ‘মহাভারত’-এ দীপিকাই দ্রৌপদী হচ্ছেন।

দ্রৌপদীর চরিত্রের জন্য আমির খান ‘পদ্মাবত’ নায়িকাকে চাইছেন, বিশেষ সূত্রে তা নিশ্চিত করা হয়েছে। যদিও দীপিকার সম্মতি এখনো আদায় করা যায়নি বলেই খবর।

বলিউডের ওই সূত্রই আরো জানায়, ‘মহাভারত’ পরিচালনার জন্য ‘বাহুবলি’র রাজামৌলিকেই পছন্দ আমিরের। ইতোমধ্যে প্রস্তাবও দিয়েছেন।

তবে, রাজমৌলিকেই পরিচালক হিসেবে দেখা যাবে কি-না তা নিশ্চিত নয়।

এছাড়া বিভিন্ন চরিত্রে আমিরের পছন্দ অমিতাভ বচ্চন, অজয় দেবগণ, অক্ষয় কুমার, হৃতিক রোশন, প্রভাস, ইমরান খানসহ বলিউডের প্রথম সারির অভিনেতাদের। আর তাকে দেখা যেতে পারে কৃষ্ণ চরিত্রে। যদিও নায়কের প্রথম পছন্দ কর্ণ, কিন্তু শারীরিক গড়নের কারণে ওই চরিত্রে আমিরকে মানাবে না।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত