বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • বিনোদন
  • অমিতাভ বচ্চনের সিনেমা ‘১০২ নট আউট’ প্রদর্শনীতে এলেন রেখা

অমিতাভ বচ্চনের সিনেমা ‘১০২ নট আউট’ প্রদর্শনীতে এলেন রেখা

অমিতাভ বচ্চনের সিনেমা ‘১০২ নট আউট’ প্রদর্শনীতে এলেন রেখা

ঢাকা, ২৮ এপ্রিল, এবিনিউজ : অমিতাভ বচ্চনের নতুন সিনেমা ‘১০২ নট আউট’-এর বিশেষ প্রদর্শনীতে হাজির হলেন রেখা। পাপারাৎজির ক্যামেরায় ধরাও পড়ল সেই ছবি। দেখা যায় গাড়ির মধ্যে সানগ্লাস এঁটে বসে রয়েছেন রেখা।

জি নিউজ জানায়, ছবি দেখেছেন ঠিকই। কিন্তু অমিতাভ ও ঋষি কাপুরের সিনেমাটি নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি রেখাকে।

‘১০২ নট আউট’-এর বিশেষ প্রদর্শনীতে রেখার পাশাপাশি হাজির হন ঋষি কাপুরের স্ত্রী নীতু কাপুর, কৃষ্ণা রাজ কাপুর, শাম্মী কাপুরের স্ত্রী নীলা দেবীসহ অনেকে। ক্যামেরার ফ্ল্যাশে উঠেও আসে সেই ছবি। কিন্তু, পাপারাৎজিদের নজর ছিল রেখার উপর।

তবে বিশেষ ওই প্রদর্শনীতে ছিলেন না অমিতাভ। বর্তমানে তিনি শুটিংয়ে ব্যস্ত।

অমিতাভ ও রেখার অতীত এখনো বলিউডে চর্চা হয়। যদিও দুই তারকা এ নিয়ে কখনো মুখ খুলেননি। অনেক বছর মুখ দেখাদেখি বন্ধ থাকলেও সম্প্রতি হাই-হ্যালো করতে দেখা গেছে। অমিতাভের স্ত্রী জয়া বচ্চনও রেখার সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন একাধিকবার।

রেখাকে ‘মা’ সম্মোধন করে সম্প্রতি খবরের শিরোনামে আসেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এমনকী, একটি অনুষ্ঠানে হাজির হয়ে রেখার পা ছুঁয়ে প্রণামও করেন তিনি। যা নিয়ে চাঞ্চল্য শুরু হয়।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত