![চোখ টিপে ‘ভাইরাল পার্সোনালিটি অব দি ইয়ার’ অ্যাওয়ার্ড জিতেছেন প্রিয়া](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/28/priya.abnews24_137214.jpg)
ঢাকা, ২৮ এপ্রিল, এবিনিউজ : চোখ টিপেই জীবনের প্রথম পুরস্কার জিতলেন অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ার। ‘ভাইরাল পার্সোনালিটি অব দি ইয়ার’ অ্যাওয়ার্ড জিতেছেন তিনি।
ইনস্টাগ্রামে পুরস্কার হাতে ছবি পোস্ট করে ভক্তদের নিজেই এ সুখবরটি দিয়েছেন প্রিয়া। ক্যাপশনে লিখেছেন, ‘নিজের প্রথম পুরস্কারটি জিতে খুব সম্মানিতবোধ করছি। আমাকে ভাইরাল পার্সোনালিটি অব দি ইয়ার নির্বাচিত করায় আউটলুককে ধন্যবাদ। ওমারিকা ও অরু আদার লাভ ক্রু এটা তোমাদের জন্য।’
গত ৯ ফেব্রুয়ারি ইউটিউবে মুক্তি পায় অরু আদার লাভ সিনেমার প্রথম গান ‘মানিক্য মালরায়া পুভি’। তারপরের ঘটনার সাক্ষী ইন্টারনেট প্রজন্ম। ঝড়ের বেগে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে ভারতের দক্ষিণী সিনেমার এ অভিনেত্রীর ভিডিও ক্লিপ। ১৯ বছর বয়সি এই অভিনেত্রীর চোখের ইশারা এবং হাসিতে কুপোকাত সামাজিক যোগাযোগমাধ্যম। ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম- সবখানেই ভাইরাল হয়ে যান প্রিয়া।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি