![আসছে জিৎ-মিমের প্রথম গান ‘মাশাল্লাহ’](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/28/sultan.abnews24_137227.jpg)
ঢাকা, ২৮ এপ্রিল, এবিনিউজ : শুটিং অর্ধেক হওয়ার পর সম্প্রতি যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটির অনুমতি পেয়েছে কলকাতার নায়ক জিৎ ও বাংলাদেশের বিদ্যা সিনহা মিম অভিনীত ‘সুলতান দ্য সেভিয়র’।
এ ঘোষণার পরপরই প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানালো, শিগগিরই আসছে সিনেমাটির প্রথম গান ‘মাশাল্লাহ’।
জাজের সাথে ‘সুলতান’ প্রযোজনা করছে কলকাতা থেকে জিতস ফিল্ম ওয়ার্কস ও সুরিন্দর ফিল্মস।
ইতোমধ্যে সিনেমাটির অনেকটাই চিত্রায়িত হয়েছে কলকাতার লোকেশনে। প্রথম পর্বের শুটিং শুরু হয় মার্চে। প্রিভিউ কমিটির অনুমতির পর জানা গেল, শিগগিরই ‘সুলতান’ টিম আসবে ঢাকায়।
জাজের কর্ণধার আব্দুল আজিজ জানান, ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে। উল্লেখ যে, আগের দুই বছরও একই সময়ে বাংলাদেশে মুক্তি পেয়েছে জিৎ অভিনীত সিনেমা।
‘সুলতান’ পরিচালনা করছেন কলকাতার রাজা চন্দ। বাংলাদেশ থেকে আরো অভিনয় করছেন আমান রেজা, তাসকিন রহমান, নবাগত আসফাক রানা, সাদেক বাচ্চু, নাদের চৌধুরী, রেবাকা রউফ, শহিদুল আলম সাচ্চু, কমল পাটেকার ও শিবা সানু। আছেন কলকাতার নায়িকা প্রিয়াঙ্কা সরকারসহ অনেকে।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি