
ঢাকা, ২৯ এপ্রিল, এবিনিউজ : বন্ধ করে দেয়া হয়েছে চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে প্রবেশ করলে কোনো ভিডিও দেখাচ্ছে না। তাতে শুধু একটা বার্তা প্রদর্শিত হচ্ছে। এতে লেখা, ইউটিউবের নিয়ম লঙ্ঘন করায় চ্যানেলটি বন্ধ করে দেয়া হয়েছে।
জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কেন এটি বন্ধ করে দেয়া হয়েছে তা তিনি বলতে পারেননি।
কপিরাইট নিয়ে ঝামেলা হওয়ায় এর আগেও একবার চ্যানেলটি বন্ধ করে দেয়া হয়। গণমাধ্যমকে আব্দুল আজিজ জানান, বিষয়টি নিয়ে টেকনিক্যাল টিম কাজ করছে।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি