ঢাকা, ৩০ এপ্রিল, এবিনিউজ : তাহলে কি এবার বিরাট অনুষ্কার পথ বেছে নিয়ে সকলের চোখ ফাঁকি দিয়ে গোপনে বিয়ে সেরে ফেললেন প্রিয়াঙ্কা চোপড়া। এমনটাই প্রশ্ন তুলছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অসংখ্য বন্ধু। সম্প্রতি তার একটি ছবিকে ঘিরে সৃষ্টি হয়েছে এই নতুন জল্পনা-কল্পনার৷
আসলে কয়েকদিন আগে অসামে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া৷ আসার সময় প্লেনের মধ্যে বেশকিছু ছবি তোলেন তিনি৷ সেগুলির মধ্যে একটি ছবিতে তার কব্জিতে একটি চেন দেখতে পাওয়া যায়৷ যা অনেকটাই মঙ্গলসূত্রের মতোই লাগছিল৷ প্রথমদিকে অনেকেই বিষয়টি খেয়াল না করলেও পরে তার বন্ধুদের নজরে আসতেই চাঞ্চল্য সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এমনিতেই নিজের ব্যক্তিগত সম্পর্ক পাবলিক করতে একদমই পছন্দ করেন না তিনি। তবে কি করে এতটা গোপনে বিয়েটা সেরে ফেললেন তা নিয়ে বেশ ধন্ধে ভক্তরা৷ পাত্রটা কে সেটাও জানেন না তারা। যদিও এবিষয় নিয়ে এখনোও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি এই সুন্দরী অভিনেত্রী।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি