নেত্রকোনা, ০১ মে, এবিনিউজ : হায়রে মানবতা! পৃথিবী থেকে মানবতা শব্দটি দিনে দিনে লোপ পাচ্ছে। না হলে এমন কাল বৈশাখী ঝড়ের রাতে আশ্রয় খুঁজতে গিয়ে ধর্ষিত কিশোরী হয় ? এমনি সত্য ঘচনা ঘটেছে নেত্রকোনায়। কলমাকান্দায় ১২ বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় সাদ্দাম নামের আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকালে তাকে কোর্টে প্রেরণ করা হয়। গত সোমবার বিকালে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়রা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক রাতেই নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কলমাকান্দার লেঙ্গুরা ইউনিয়নের শিবপুর গ্রামের ওই শিশুটি পার্শ্ববর্তী নাজিরপুর ইউনিয়নের কয়রা গ্রামে নানার বাড়ীতে বেড়াতে আসে। সোমবার বৃষ্টির কারণে এলাকার নির্মানাধীন একটি বাড়ীতে আশ্রয় নিলে এই গ্রামের মৃত-শাহ আলীর ছেলে সাদ্দাম হোসেন (২৫) শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে।
শিশুটির চিৎকার চেঁচামেচিতে এলাকার লোকজন এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়। পরে এলাকাবাসী ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে প্রথমে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইসতিয়াক হাসান রোগীর অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে শিশুটি আশংকামুক্ত হলেও চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এদিকে ঘটনার খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ এলাকায় অভিযান চালিয়ে সোমবার রাতেই ধর্ষক সাদ্দাম হোসেনকে আটক করেছে। এঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সোমবার রাতেই কলমাকান্দা থানায় নারী শিশু দমণ আইনে ধর্ষণ মামলা দয়ের করেন। কলমাকান্দা থানার ওসি এ কে এম মিজানুর রহমান জানান আটক সাদ্দামকে কোর্টে প্রেরণ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এবিএন/মমিন/জসিম