বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বড়াইগ্রামে নিখোঁজের পর শিশুর লাশ উদ্ধার

বড়াইগ্রামে নিখোঁজের পর শিশুর লাশ উদ্ধার

বড়াইগ্রাম (নাটোর), ০৩ মে, এবিনিউজ : নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ৩ দিন পরে বাড়ি সংলগ্ন ডোবা থেকে সিয়াম হোসেন (৫) নামে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার মাঝগাঁও ইউনিয়নের তিরাইল গ্রামে আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। নিহত শিশু সদর উপজেলার দত্তপাড়া গ্রামের মিন্টু মিয়ার ছেলে। সিয়াম তার মা সীমা বেগমের সাথে তিরাইল গ্রামে নানা আক্কাস আলীর বাড়িতে থাকতো।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সৈকত হাসান পরিবারের বরাত দিয়ে জানান, সিয়াম গত সোমবার বিকেলে বাড়ি সংলগ্ন মাঠে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। সন্ধ্যার পর রাতভর তাকে খুজে না পেয়ে গত মঙ্গলবার থানায় ডায়েরি (জিডি) করেন।

এরপর আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে প্রতিবেশীরা আক্কাচ আলীর বাড়ি সংলগ্ন ডোবায় লাশ ভাসতে দেখেন। কবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পায়।

তিনি আরো জানান, ময়না তদন্তের রিপোর্ট পেলে জিডির ভিত্তিতেই প্রয়োজনে মামলা হবে।

এবিএন/আশরাফুল ইসলাম আশরাফ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত