![লালমনিরহাটে ৬ বছরের শিশু ধর্ষনের শিকার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/02/dhartion_137749.gif)
লালমনিরহাট , ০২ মে , এবিনিউজ : লালমনিরহাটে ৬ বছরের একটি শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে। ধর্ষিতা শিশুটিকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজোলার হারাটি ইউনিয়নে হিরামানিক এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ধর্ষক দুই সন্তানের জনক মহানন্দ রায় ওই গ্রামের বিনয় চন্দ্রের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় হিরামানিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ওই শিশু বাড়ির পাশে ধান ক্ষেতে হাঁস তাড়াতে গেলে তার প্রতিবেশী ধর্ষক মহানন্দ তাকে ফুসলিয়ে পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। এ সময় শিশুটির মুখ বেঁধে জোর পুর্বক ধর্ষন করে শিশুটিকে ভুট্টা ক্ষেতের বাহিরে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে গাইনী বিভাগে ভর্তি করে। লম্পট ধর্ষক মহানন্দ পলাতক রয়েছেন।
লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মঞ্জুর মোর্শদ দোলন জানান, প্রাথমিক অবস্থায় শিশুটিকে ধর্ষন করা হয়েছ বলেই ধারনা করা হচ্ছে। শিশুটির নিবির পরিচর্যা চলছে।
লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সাথে কথা বলে শিশুটির খোঁজ খবর নেয়া হয়েছে। ধর্ষককে গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।
এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/নির্ঝর