![‘সমকামী’ তাই ফুটপাতেই কাটছে জ্যাকি চ্যানের কন্যার দিন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/02/jackie-chan-etta-ng_137725.jpg)
ঢাকা, ০২ মে, এবিনিউজ : ‘সমকাম’ বা ‘সমকামী’ শব্দটাতে যে শুধু সাধারণ মানুষই নাক শিটকান তা কিন্তু নয়৷ সেলিব্রিটিরাও কিন্তু এই শব্দটিকে বাস্তবে অপছন্দ করেন৷ তার সুস্পষ্ট প্রমান মিলল এবার সোশ্যাল মিডিয়ায়৷ মেয়ে লেসবিয়ান, তাই ঘর থেকে বের করে দিলেন জনপ্রিয় অস্কারজয়ী হলিউড অভিনেতা জ্যাকি চ্যান৷ নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে বর্তমানে হংকং শহরের ফুটপাতেই রাত কাটাচ্ছেন এটা এং৷
সম্প্রতি ইউটিউবে এমনই এক চাঞ্চল্যকর ভিডিও পোস্ট করলেন খ্যাতনামা এই অভিনেতার মেয়ে৷ যেখানে তিনি সম্পূর্ণ দোষ তার বাবার ঘাড়েই চাপিয়েছেন৷ ভিডিওতে জ্যাকি চ্যানের মেয়ে বলেছেন, বাবার এই সিদ্ধান্তে আমি ক্ষুব্ধ৷ আমাদের পাশে প্রশাসন নেই, কোন সেচ্ছাসেবী সংগঠন নেই৷ আমরা সত্যি হেল্পলেস৷ কি করব কিছুই ভাবতে পারছি না৷
স্বাভাবিকভাবেই এই ছোট্ট ভিডিও দাবানলের মতো কাজ করেছে সোশ্যাল মিডিয়ায়৷ তবে ভিডিও প্রসঙ্গে জ্যাকি মুখ না খুললেও তা স্ত্রী অর্থাৎ এটা এং-এর মা সাংবাদিকদের জানান, অর্থাভাব রয়েছে তো কি হয়েছে, টাকাপয়সা কামানোর জন্য উপযুক্ত বয়স হয়েছে৷ ভিডিও ক্লিপ আপলোড করে লোকজনের সহানুভূতি পাওয়ার তো দরকার নেই৷ সকলে খেঁটে খাচ্ছে৷ কেউ খ্যাতির পেছনে দৌড়াচ্ছে না৷
যদিও মেয়ের সঙ্গে কখনই ভালো সম্পর্ক ছিল না জ্যাকি চ্যান এবং জোন লিনের৷ মেয়েকে সবসময়ই লাইমলাইটের থেকে দুরেই রাখতেন তিনি৷ এমনকি অস্কারমঞ্চে নিজের ছেলে এবং স্ত্রীকে সেদিন থেকেই এটা এং-কে প্রায় একঘরে করে রেখেছিলেন জ্যাকি চ্যান৷
এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি