বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • বিনোদন
  • আমাকে নিয়ে ছবি বানানোর জন্য নির্মাতারা ধর্ণা দেন: শাকিব

আমাকে নিয়ে ছবি বানানোর জন্য নির্মাতারা ধর্ণা দেন: শাকিব

আমাকে নিয়ে ছবি বানানোর জন্য নির্মাতারা ধর্ণা দেন: শাকিব

ঢাকা, ০৪ মে, এবিনিউজ : বাংলাদেশের সুপারস্টার চিত্রনায়ক শাকিব খান বলেছেন, আমাকে নিয়ে কাজ করতে হলে ভালো বাজেট লাগবে। আজ শুক্রবার দুপুরে তিনি এসব কথা বলেন।

শাকিব খান বলেন, আমাকে নিয়ে ছবি বানানোর জন্য প্রযোজক-নির্মাতারা পিছনে ধর্ণা দেন। কিন্তু পেশাদার প্রযোজক তেমন আসেনা। নামকাওয়াস্তে ওইসব ছবি করার সময় এখন নেই।

শাকিব বলেন, এখন ভালো ভালো ছবিতে কাজ করতে চাই। যেখানে বেশি বাজেট থাকবে, ভালো গল্প-চরিত্র থাকবে। সেসব ছবি করতে চাই। ইভেন আমি যেসব ছবিতে কাজ করছি, হাতে নিচ্ছি সবগুলো ছবির বাজেট কয়েক কোটি টাকা। পারিশ্রমিকও বেশ সম্মানজনক।

তিনি বলেন, আমাদের দেশে এখন সিনেমা নির্মাণের প্রোডাকশন হাউজ কমে গেছে। দেশের পেশাদার প্রযোজকের বড়ই অভাব। অতিথি প্রযোজকদের ভালো কাজের প্রতি আন্তরিকতা থাকে মন।

তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই নায়ক বলেন, এখন আগের মতো গড়পড়তায় ১০-১২টি ছবিতে কাজ করি না। বছরে সর্বোচ্চ ৪-৫টি ছবিতে আমাকে দেখা যায়। যে ছবিগুলোতে কাজ করি, সেগুলো মানসম্মত এবং বাজেটও অনেক ভালো।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত