জকিগঞ্জ (সিলেট), ১৫ জানুয়ারি, এবিনিউজ : সিলেটে কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের মতো এবার ভয়াবহ হামলার শিকার হয়েছেন জকিগঞ্জের রসুলপুর গ্রামের ইছামতি ডিগ্রী কলেজের শিক্ষার্থী ঝুমা বেগম। জানা গেছে, ঝুমাকে প্রকাশ্যে কুপিয়ে আহত করে একই কলেজের শিক্ষার্থী বাহার উদ্দিন। আজ রবিবার দুপুরে কালীগঞ্জ বাজারে যাওয়ার পথে বহু মানুষের সামনে ঘটে এমন ঘটনা। মেয়েকে বাঁচাতে মা এগিয়ে আসলে তাকেও কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা ওই ছাত্রীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঝুমা বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদির, জাহাঙ্গীর আলম ও সুমন আহমদ জানান, বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় গ্রামের আব্দুল গফুর পচনের ছেলে একই কলেজের শিক্ষার্থী বাহার উদ্দিন এ ঘটনা ঘটিয়েছে।
এবিএন/জনি/জসিম/জেডি