![ফের সিলেটে কলেজছাত্রীকে কুপিয়ে জখম](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/01/16/juma_56796.jpg)
সিলেট, ১৬ জানুয়ারি, এবিনিউজ : বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সিলেটের জকিগঞ্জে কলেজছাত্রীকে কুপিয়েছে এক তরুণ। গতকাল রবিবার সকালে উপজেলার রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ঝুমা আক্তার (১৭) উপজেলার রসুলপুর গ্রামের মুসলিম উদ্দিনের মেয়ে। স্থানীয় ইছামতি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণি। তাকে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে বাহার পলাতক রয়েছে।
ঝুমার মা করিমা বেগম বলেন, সকালে ছোট ছেলেকে স্কুলে ভর্তি করতে ঝুমাকে নিয়ে বের হন তিনি। পথে একই গ্রামের আবদুল গফুরের ছেলে বাহার উদ্দিন (২২) গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে ঝুমাকে আঘাত করে পালিয়ে যায়।
তিনি আরো বলেন, বাহার ৩ বছর ধরে ঝুমাকে উত্ত্যক্ত করে আসছে। সম্প্রতি বিয়ের প্রস্তাব দিলে ঝুমা রাজি না হওয়ায় প্রস্তাব ফিরিয়ে দেয়া হয়েছে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, ঝুমার বাঁ হাত ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার হাতে অস্ত্রোপচার করা হয়েছে। মেয়েটি এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এর আগে সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতার ধারালো অস্ত্রে আহত হন কলেজছাত্রী খাদিজা। যে ঘটনার বিচার চলছে সিলেট আদালতে।
এবিএন/এসএ/জসিম/সাদিক