
সিলেট, ২৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : সিলেটের ওসমানীনগর উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে তার চাচাত ভাই। গতকাল বুধবার ভোরে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউপির জটুকোণা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় গৃহবধূকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহত গৃহবধূর বাবা বাদী হয়ে বুধবার রাতে ভাতিজা আবদুল হাদি জুয়েলকে আসামি করে মামলা দায়ের করেছেন।
গৃহবধূর বাবা জানান, ‘মঙ্গলবার আমি ও আমার স্ত্রী ডাক্তার দেখাতে সিলেটে গিয়েছিলাম। রাতে আমার মেয়ে ও কাজের মেয়ে বাড়িতে ছিল। বুধবার ভোরে আমার মেয়ে পানির পাম্প ছাড়তে গেলে জুয়েল ধষর্ণের উদ্দেশ্যে তাকে টেনেহেঁচড়ে নিজের শয়ন কক্ষে নিয়ে যায়। এ সময় বাধা দিলে জুয়েল ক্ষিপ্ত হয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।’
তিনি জানান, মামলা দায়েরের পর থেকে ফোনে জুয়েলের হুমকির মুখে নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি পুলিশকেও জানিয়েছি। ওসমানীনগর থানার এসআই অনুজ কুমার দাশ জানান, আসামিকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
এবিএন/মমিন/জসিম