বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

স্বামীর বাড়ী আর ফেরা হলোনা রুপা মন্ডলের

স্বামীর বাড়ী আর ফেরা হলোনা রুপা মন্ডলের

মাদারীপুর, ০২ মার্চ, এবিনিউজ : মাদারীপুর সদর উপজেলার কলাবাড়ী নামক স্থানে আজ বৃস্থপতিবার পনে ১টার দিকে বাস চাপায় রুপা মন্ডল(২৭) নামে একজন মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে একজন।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ঝিনাইদা শশুড়বাড়ী থেকে আনিস সরদার তার স্ত্রীকে নিয়ে শরিয়তপুর উদ্দেশ্যে যাচ্ছিলেন হঠাৎ পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে মটরসাইকেলের পিছন থেকে রুপা মন্ডল ঢাকা- বরিশাল মহাসড়কে ছিটকে পড়ে যায়। ইতিমধ্যেই দ্রুতগামী আলসানি নামে একটি পরিবহন পিছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। রুপা মন্ডল শরিয়তপুরের নড়িয়া উপজেলার পশ্চিম রুপসী গ্রামের আনিস সরদারের স্ত্রী। আরও জানা যায় গত একদিন আগেই এই রুপা মন্ডলে মা মারা গেছে তাকে দাফন করেই স্বামীর বাড়ী ফিরে যাচ্ছিলো রুপা। তবে স্বামীর বাড়ী না ফিরে চলে গেলে না ফেরার দেশে।

মাদারীপুর সদর থানা এস আই আবু হানিফ বলেন, আমরা র্দুঘটনার কথা শুনেই ঘটনাস্থলে এসে নিহত লাশটিকে উদ্ধার করেছি। এবং তার স্বামীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এবং আলসানি পরিবহনটিকে আটক করা যায় নাই।

এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/স্বপ্না

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত