শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

রায়ে খুশি, নতুন করে জীবন গড়তে সব চেষ্টা করব: খাদিজা

রায়ে খুশি, নতুন করে জীবন গড়তে সব চেষ্টা করব: খাদিজা

সিলেট, ০৮ মার্চ, এবিনিউজ : বদরুল আলমের বিরুদ্ধে আদালতের দেওয়া রায়ে সন্তোষ প্রকাশ করে খাদিজা বেগম নার্গিস বলেছেন, ‘নতুন করে জীবন গড়তে সব চেষ্টাই করব।’ আজ বুধবার দুপুরে রায়ের পর দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

এসময় খাদিজা বলেন, ‘রায়ে আমি খুশি। আমার প্রত্যাশা, আর কোনো নারী যেন আমার মতো নির্যাতনের শিকার না হন। সবাই যেন নিজেদের স্বপ্ন পূরণ করতে পারেন। জীবনকে নতুন করে গড়তে যা যা করা দরকার সব চেষ্টাই করব।’

উল্লেখ্য, সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত খাদিজা হত্যাচেষ্টা মামলায় বদরুলকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ রায়ে মামলার বাদী ও খাদিজার চাচা আবদুল কুদ্দুস সন্তোষ প্রকাশ করেছেন।

এ রায়কে ‘যুগান্তকারী রায়’ হিসেবে উল্লেখ করেছেন খাদিজা হত্যাচেষ্টা মামলার বাদীপক্ষের আইনজীবী এ কে এম শিবলী।

তবে আসামিপক্ষের আইনজীবী সাজ্জাদুর রহমান চৌধুরী বলেছেন, তারা এ রায়ে সন্তুষ্ট হতে পারেননি। তারা উচ্চ আদালতে আপিল করবেন।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত