![ধর্ষণের শিকার শিশুটির রক্তক্ষরণ থামছে না](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/01/rape@abnews24_69290_70238.jpg)
শরীয়তপুর, ০১ এপ্রিল, এবিনিউজ : শরীয়তপুরের নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছে দুই কিশোর। ধর্ষণের শিকার শিশুটির রক্তক্ষরণ হচ্ছে। শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসকরা রক্তক্ষরণ থামাতে না পেরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছেন। আজ বিকেল পাঁচটার দিকে ওই শিশু ধর্ষণের শিকার হয়। রাত আটটার দিকে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেছে স্বজনরা।
নড়িয়া থানা ও শরীয়তপুর সদর হাসপাতাল সূত্র জানা যায়, নড়িয়া উপজেলার জপসা ইউপির একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী আট বছর বয়সি শিশু বিদ্যালয় ছুটির পর বাড়িতে খেলা-ধুলা করছিল। প্রতিবেশি ১৪ বছর বয়সি ভাই ও এক চাচা একটি ঘরের মধ্যে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে। মেয়েটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। তার রক্তক্ষরণ হতে থাকলে আটটার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক আম্বিয়া আলমকনা।
শরীয়তপুর সদর হাসপাতালে বসে শিশুটির এক আত্মীয় বলেন, আমরা গরিব মানুষ এখন এ মেয়েকে নিয়ে কিভাবে ঢাকায় যাবো? ওরা কেন আমাদের বাচ্চা মেয়েটিকে এমন সর্বনাশ করল।
শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক আম্বিয়া আলম কনা বলেন, ধর্ষণজনিত কারণে মেয়েটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। রক্তক্ষরণ বন্ধ না হলে তার অবস্থার অবনতি হবে। মেয়েটি কেন এভাবে ধর্ষণ করা হয়েছে। ওই মেয়েটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানষ্টপ ক্রাইসিস সেন্টারে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম আলী মিয়া বলেন, একটি শিশু ধর্ষণের ঘটনা হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
এবিনিউজ/মমিন/জসিম