সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩১
logo

বরগুনায় বিয়ের প্রলোভনে স্কুল শিক্ষার্থীকে ধর্ষন

বরগুনায় বিয়ের প্রলোভনে স্কুল শিক্ষার্থীকে ধর্ষন

বরগুনা, ২৬ এপ্রিল , এবিনিউজ : বিয়ের প্রলোভন দিয়ে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১১টায় জেলার তালতলী উপজেলার লাউপাড়া গ্রামে। তালতলী থানা মামলা গ্রহন না করলে ওই পরীক্ষার্থী বাদী হয়ে সোমবার সকালে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যুনালে একটি মামলা করেন। মামলার আসামী হলো পার্শবর্তী গ্রামের (সাবেক ইমাম, লাউপাড়া জামে মসজিদ) ফজলুল করিমের ছেলে আবু সালেহ। বিচারক মো. জুলফিকার আলী খান তালতলী থানাকে মামলাটি এজাহার হিসাবে রুজু করার আদেশ দিয়েছেন।

মামলার বাদী জানান, লাউপাড়া মাধ্যমিক বিদ্যালয় হতে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। বিদ্যালয় যাওয়া আসার পথে আবু সালেহর সাথে পরিচয় এবং প্রেমের সর্ম্পক হয়। শিক্ষার্থীর বাবার মৃত্যুতে তার মা রাণী বেগম বাড়ী প্রায়ই না থাকার সুযোগে বিভিন্ন সময় আবু সালেহ শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করে। সর্ব শেষ শনিবার সকালে শিক্ষার্থীর মা বাড়ীতে না থাকার সুযোগে আবু সালেহ তার বাড়ীতে এসে বেলা ১১টায় পূর্বের মত ধর্ষন করতে চাইলে শিক্ষার্থী বিয়ের কথা বলায় তার প্রস্তাবে রাজি হয়নি আবু সালেহ। পরে জোর করে আবু সালেহ ওই শিক্ষার্থীকে ধর্ষন করে। এ সময় শিক্ষার্থীর ছোট ভাই রাজিব ঘরে এসে পরলে আবু সালেহ পালিয়ে যায়। তালতলী থানার ওসি কমলেশ জানান, এ ব্যাপারে থানায় কেহ মামলা করতে আসেনি। তবে আদালতের আদেশ পেলে আইনগত ব্যবস্থা নেব। আসামী আবু সালেহর সাথে মুঠো ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

এবিএন/তরিকুল ইসলাম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত