![মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/05/accident1@abnews_81584.jpg)
মানিকগঞ্জ, ০৫ জুন, এবিনিউজ : মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ঢাকা আরিচা মহাসড়কের যানবাহন চাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু শিবালয় উপজেলার কাতরাসিন এলাকার মিজাবর মিয়ার শিশু কন্যা মৌ আক্তার (৫)। রোববার সন্ধ্যা সাড়ে দিকে ঢাকা আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার উথুলী এলাকায় অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় মারা যায়। বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ-দৌলা জানায়, সন্ধ্যার কিছু সময় আগে মহাসড়কের পাশের খালে গোসল শেষে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় গুরুতর ভাবে আহত হয় মৌ।
স্থানীয়রা মৌকে উদ্ধার করে শিবালয় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
এবিএন/মো: সোহেল রানা খান/জসিম/নির্ঝর