![বর্তমান সরকার শিশুবান্ধব সরকার : ডেপুটি স্পিকার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/22/abnews-24.bbbbbbbbbb_84710.jpg)
ঢাকা, ২২ জুন, এবিনিউজ : সমাজে অভিভাবকহীন অসহায় শিশু যাদের দেখভাল করার মত কেউ নেই কিংবা অভিভাবক থাকলেও সন্তানের লালন পালনে অসমর্থ এমন শিশুদের জন্য সরকারিভাবে শিশুপল্লি গড়ে তোলার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। এস ও এস শিশু পল্লির কার্যক্রমে সহযোগিতা করার জন্য সমাজের বিত্তবান শ্রেণিকেও আহ্বান তিনি। গতকাল বুধবার রাজধানীর শ্যমলীতে এস ও এস শিশুপল্লিতে আন্তর্জাতিক শিশুপল্লি দিবস উদ্যাপনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান ডেপুটি স্পিকার।
ডেপুটি স্পিকার বলেন, সরকারি সহযোগিতায় এতিমখানা, প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মত আরো অনেক মহৎ উদ্যোগ আওয়ামী লীগ সরকারের আমলেই নেয়া হয়েছে। ১৯৭২ সালে এস ও এস শিশু পল্লির প্রতিষ্ঠাতা প্রফেসর হারম্যান মেইনার কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুপল্লি প্রতিষ্ঠার জন্য শ্যামলীতে জায়গা বরাদ্দ দিয়েছিলেন। বর্তমানে ঢাকাসহ রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বগুড়া, সিলেট ও বাগেরহাটে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমান সরকার শিশুবান্ধব সরকার। শিশুদের কল্যাণে তিনি অনেক কাজ করছেন।
এবিএন/জসিম/তোহা