![মানিকগঞ্জে নানা কর্তৃক শিশু নাতনিকে ধর্ষণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/12/rape_abnews_94003.jpg)
মানিকগঞ্জ, ১২ আগস্ট, এবিনিউজ : মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় নার্সারীতে পড়ুয়া ৭ বছরের নাতনীকে ধর্ষণের অভিযোগ উঠেছে চাচাতো নানার বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে শিশুটিকে ধর্ষণ করার অভিযোগে থানায় মামলা করা হয়েছে নানার বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বিকেলে উপজেলা ধল্লা ইউনিয়নের মধ্যধল্লা গ্রামে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ধর্ষণের শিকার শিশুকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, সিংগাইর উপহেজলার ধল্লা ইউনিয়নের মধ্যধল্লা গ্রামের ধষনের শিকার শিশুটি গতকাল শুক্রবার বিকাল ৩টার দিকে তার সহপাঠি তামান্নার সাথে খেলার কথা বলে বাড়ি থেকে বের হয়। এ সময় শিশুটির মায়ের চাচা মৃত মতি মিয়ার ছেলে আনোয়ার আলী (৪৫) মুখ চেপে ধরে শিশুটিকে তার ঘরে নিয়ে ধর্ষণ করে।
নির্যাতিত শিশুটি বাড়ীতে গিয়ে তার মা ও প্রতিবেশিদের কাছে ঘটনাটি খুলে জানানোর পরেই অভিযুক্ত আনোয়ার আলী বাড়ী থেকে পালিয়ে যায়।
ধর্ষণের শিকার শিশুটির মা জানায়, ‘আমি অন্তঃসত্ত্বা হওয়ায় এক মাস ধওে মেয়েকে নিয়ে বাবার বাড়ি মধ্যধল্লা গ্রামে এসে থাকছি। আমার চাচা আনোয়ার আলী সুযোগ বুঝে আমার শিশু কন্যার উপর অমানবিক নির্যাতনের ঘটনাটি ঘটালো।’ তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।
আনোয়ার আলীর বোন মরিয়ম জানায়, ‘তার ভাই শুক্রবার বিকালে বাড়ী থেকে বের হয়ে গেছে। রাতে ঘটনাটি যানাযানি হওয়ার পর আজ শনিবার সকাল পযন্ত বাড়ি ফিরে আসেনি। সে আরো জানায়, আনোয়ার আলীর স্ত্রী দীর্ঘদিন যাবৎ বিদেশে থাকে।’
সিংগাইরের ধল্লা ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান মো:জাহিদুল ইসলাম ভূঁইয়া জানায়, ‘৭ বছরের শিশুকে নানা কতৃক নির্যাতনের ঘটনাটি আমি লোক মারফত খবর পেয়েছি।’
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানায়, ‘গতকাল শুক্রবার রাতে এ ব্যাপারে শিশুটির পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। আর শিশুটিকে নানিসহ রাতেই তাদের জিম্মায় নেওয়া হয়। আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে ধর্ষণের শিকার শিশুকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’
এবিএন/সোহেল/জসিম/এমসি